Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ, অতঃপর ...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১২:৪১ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২১, ১২:৪১ PM

bdmorning Image Preview


মানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চর আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

হাবু মিয়া ভুক্তভোগী ছাত্রীর উকিল বাবা ও সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত কারী মহিউদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে ধর্ষণ, অপরহণ ও চুরির আরো তিনটি মামলা রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,  শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে জনৈক ব্যক্তির ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্রীকে কৌশলে তাদের বাড়ি থেকে হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া উপজেলার চর আজিমপুর গ্রামের মাদকব্যবসায়ী রজ্জব আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির একটি রুমের মধ্যে আটকিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে রজ্জব আলীর সহযোগীতায় তাকে ধর্ষণ করে হাবু মিয়া।

শনিবার সকাল ৬টার দিকে তাকে তার বাড়িতে পৌঁছে দেন তিনি। এদিন সকালে ওই ছাত্রী তার বাবাকে ঘটনার বিস্তারিত জানান। পরে হাবিবুর রহমান হাবু ও রজ্জব আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

এই মামলা ছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে মাদকব্যবসা, ধর্ষণ, অপরহণ ও চুরির মামলা বিচারাধীন রয়েছে।

থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে।

অপরদিকে তার সহযোগী রজ্জব আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ রবিবার রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে আদালাতে পাঠানো হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview