Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজার সৈকতে নারীদের জন্য আলাদা জোন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা একটি এলাকা সংরক্ষিত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবু সুফিয়ান জানান, নারী পর্যটক কিংবা যারা পর্দানশীল নারী রয়েছেন, তাদের জন্য আলাদা জোন করা হচ্ছে। ওই এলাকা ১০০ থেকে ১৫০ ফুটের মতো হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

শিগগরই চালু হতে যাওয়া এই জোনে যে কেউ স্বেচ্ছায় গিয়ে পানিতে নামতে পারবেন। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হচ্ছে। এছাড়া সৈকতে যারা কাজ করেন, তাদের বড় একটি অংশে নারীদের নিয়োগ দেয়া হয়েছে। পর্যটন এলাকা নারীবান্ধব করার জন্য এমন উদ্যোগ বলে জানা গেছে। ট্যুরিস্ট পুলিশের মধ্যেও নারী পুলিশ রয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারের পর্যটন খাত নেতিবাচক শিরোনামে বেশ আলোচনায় এসেছে। তাই এই এলাকাকে আরও পর্যটনবান্ধব করতে চেষ্টা করছে সংশ্লিষ্টরা।

Bootstrap Image Preview