রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ার নামক একটি বাণিজ্যিক ভবন আগুনে পুড়ছে। ভবনটিতে যমুনা টিভির সেন্টার রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে রাহাত টাওয়ারে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট মোতায়েন করা হয়েছে। আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন হতাহতের কোনো খবর আমাদের কাছে আসেনি।
ওই ফ্লোরেই যমুনা টেলিভিশনের অফিস রয়েছে। যমুনা টিভির একজন নিউজবাংলাকে জানিয়েছেন, তাদের অফিসেই আগুন লেগেছে।
টেলিভিশনটির স্ক্রলেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যমুনা টিভির আশিক হোসেন নামে এক রিপোর্টার জানান, তারা নিউজরুমে ছিলেন। ধোয়া দেখে তারা নিচে নেমে এসেছেন। কোথায় থেকে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি।