Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে ১০ দিনের গ্যাস ভোগান্তি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ০৯:০৭ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২২, ০৯:০৭ PM

bdmorning Image Preview


তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাভুক্ত গ্যাস সরবরাহ এলাকায় গ্যাসের কম চাপের কারণে গ্রাহক ভোগান্তি শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত টানা দশদিন এই ভোগান্তি থাকবে। আর এ জন্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রতিমন্ত্রী বুধবার এই দুঃখ প্রকাশ করে লেখেন, ‘কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস গ্যাস সরবরাহভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।’

সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটি যাত্রা শুরু করে ১৯৬৪ সালের ২১ নভেম্বর। রাষ্ট্রীয় এই কোম্পানি বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ এলাকায় গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে। কোম্পানিটির বর্তমান গ্রাহক সংখ্যা ২৮ লাখ ৭৪ হাজার ৮৪৮জন।

Bootstrap Image Preview