Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রী হারালেন সংগীতশিল্পী অটামনাল মুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০২:০৩ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২২, ০২:০৩ PM

bdmorning Image Preview


গুণী সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অটামনাল মুনের স্ত্রী অদিতি দাস আর নেই। আজ বুধবার (১৯ জানুয়ারি) অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অটামনাল মুন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্ত্রীর অ্যাজমার সমস্যা। আজ সকাল থেকে সে এই সমস্যায় খুব করে ভুগছিল। এই অবস্থায় আমি তাকে বাড্ডার এএমজেড হাসাপতালে নিয়ে যাই। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

মুন আরও জানান, আজই তার স্ত্রী অদিতি দাসের মরদেহ গ্রামের বাড়ি নীলফামারির ডিমলায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত।

মুন জানান, আগামী ২৪ জানুয়ারি তার ও অদিতির বিয়ের এক যুগ পূর্তি হতো। এ উপলক্ষ্যে অদিতি বেশ কিছু পরিকল্পনাও করে রেখেছিলেন। কিন্তু তার মাত্র ৫দিন আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মুন-অদিতির সংসারে রয়েছে একমাত্র পুত্রসন্তান শ্লোক। তার বয়স ৮ বছর।

Bootstrap Image Preview