Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমের ফাঁদে ফেলে মায়ের জন্য কিডনি নিয়েই ব্রেকআপ করলো তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০২:০৫ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২২, ০২:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভালোবাসার মানুষটির জন্য মানুষ কত কিছুই না করে। মুঘল সম্রাট শাহজাহান প্রিয়তম পত্নীর জন্য বানিয়েছিলেন তাজমহল। সবার তো আর তাজমহল বানানোর সামর্থ্য নেই। তাই ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দিয়েছিলেন এক যুবক। কিন্তু কিডনি প্রতিস্থাপনের মাস না পেরোতেই ওই প্রেমিককে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেন ওই তরুণী।

ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা উজিয়েল মার্টিনেজ নামে এক যুবক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে এক ভিডিওতে এই ঘটনা শেয়ার করেছেন।

ভিডিওতে মার্টিনেজ বলেন, প্রেমিকার মায়ের জীবন বাঁচাতে তিনি তার একটি কিডনি দিয়েছিলেন। কিন্তু অপারেশনের মাস না পেরোতেই তার প্রেমিকা তাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেন।

এদিকে, ওই ভিডিও ব্যাপক ভাইরাল হয়। অনেকেই সাবেক প্রেমিকার কাছ থেকে পাওয়া বাজে অভিজ্ঞতা ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করেছেন।

Bootstrap Image Preview