Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টিকা সনদ ছাড়া ক্রেতাদের খাবার পরিবেশন করায় ৯ রেস্তোরাঁকে জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২২, ০৯:৫০ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২২, ০৯:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে কঠোর চট্টগ্রামের প্রশাসন। টিকা সনদ ছাড়া ক্রেতাদের রেস্তোরাঁয় খাবার পরিবেশন করায় ৯ রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদ, ওয়াসা ও দামপাড়া এলাকায় এসব রেস্টুরেন্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। ১২টি মামলা ৪২ হাজার ২শ' টাকা জরিমানা করেন তিনি।

চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী  বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে সচেতন থাকতে তাদের সতর্ক করা হয়েছে।

জরিমানা দিতে হলো যেসব রেস্তোরাঁয় : আগ্রাবাদের সেন্টমার্টিন হোটেলের বনেদি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, সিলভার স্পুনকে ৫ হাজার টাকা, দি কপার চিমনীকে ৫ হাজার টাকা, কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, গ্র্যান্ড মোগলকে ৫ হাজার টাকা, দামপাড়ার হান্ডিকে ৫ হাজার টাকা এবং দাবাকে ৩ হাজার টাকা।

Bootstrap Image Preview