Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘স্বৈরশাসকরা বার বার ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২, ১১:৫১ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২২, ১১:৫১ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন গঠন করেছে আর স্বৈরশাসকরা বার বার ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি এ উপদেষ্টা। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে ‘বাংলাদেশের গণতন্ত্রের প্রধানতম স্তম্ভ স্বাধীন নির্বাচন কমিশন: ইতিহাস ও পথপরিক্রমা’ শিরোনামে প্রকাশিত এক নিবন্ধের লিংক শেয়ার করে তিনি এ কথা বলেন।

তিনি পোস্টে উল্লেখ করেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তার প্রায় সব-কিছুই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। যার প্রতিফলন আমরা সম্প্রতি স্থানীয় পর্যায়ের নির্বাচনেও দেখতে পাচ্ছি। তবে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার এই পথ অতো সহজ ছিল না। বাধার পাহাড় পেরিয়ে যেতে হয়েছে আজকের এই অবস্থানে আসার জন্য।

জয় লেখেন, আমরা ইতোমধ্যে জানি যে, নির্বাচন কমিশনে কারা থাকবেন তা নির্ধারণ করার জন্য একটি সার্চ কমিটি গঠনের বিধানও করা হয়েছে। যেই কমিটির মাধ্যমে দেশের সংবিধান ও আইন অনুসারে সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের নির্ধারণ করা হবে এবং এরপর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের সাংবিধানিক প্রক্রিয়া গৃহীত হয়েছে। একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আজ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে যে সব গুণগত পরিবর্তন এবং আইনানুগ ব্যবস্থা গৃহীত হয়েছে, তার প্রায় সবগুলোই সম্পন্ন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক দেশ পরিচালনার সময়ে।

আইসিটি এ উপদেষ্টা আরও লেখেন, অবাধ নির্বাচন প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য বহুমুখী প্রতিবন্ধকতার ভেতর দিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য স্বাধীনতার মাত্র ৯ মাসের মাথায় সংবিধান প্রণয়ন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সংবিধানের মাধ্যমেই তিনি প্রতিষ্ঠিত করেন স্বাধীন নির্বাচন কমিশনের। পরবর্তীতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ডিজিটাইজড হয়। ইতোমধ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনের জন্য স্থায়ী সচিবালয় এবং নির্বাচন কমিশনের জন্য আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে।

কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন গঠন করেছে আর স্বৈরশাসকরা বার বার ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তার বিস্তারিত জানতে ওই আর্টিকেল পড়ার অনুরোধ জানান তিনি।কমেন্ট বক্সে মন্তব্য জানাতেও বলেন জয়।

Bootstrap Image Preview