Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর লাশ নিয়ে দুই স্ত্রীর মধ্যে টানাটানি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ১০:০০ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২২, ১০:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


স্বামীর লাশ কে নিবে সেটি নিয়ে দুই স্ত্রীর মধ্যে তুমুলকাণ্ড ঘটেছে। ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এই ঘটনা ঘটেছে। দুই স্ত্রীই চাচ্ছিলেন নিজে নেবেন স্বামীর মরদেহ। এই নিয়ে দু’জনেই থানা পর্যন্ত পৌঁছেছেন। মৃত ব্যক্তির নাম হরেন হালদার। তার বয়স ৬০।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (২৩ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায় পুলিশ। আর তারপরই শুরু হয় নতুন সমস্যা। বুধবার (২৬ জানুয়ারি) মর্গে এসে হাজির হয় মৃতদেহের দুই দাবিদার। মৃত হরেন হালদারের চারটি বিয়ে। দুই স্ত্রী আগেই মারা গেছেন। এখনো জীবিত আরও দুই স্ত্রী।

প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান নেই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে এবং এক ছেলে। এক স্ত্রী দাবি করেন, তার স্বামীর চারটা বিয়ে। এর মধ্যে দুই স্ত্রীকে মেরে ফেলেছে হরেন হালদার। গত সাত বছর ধরে তার কাছেই থাকতেন মৃত ব্যক্তি। এই নিয়ে শেষ পর্যন্ত বুধবার মর্গ থেকে কাউকে মরদেহ নিতে দেয়নি পুলিশ।

 

Bootstrap Image Preview