Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাসায় কাজের লোক নিয়োগের ক্ষেত্রে পিবিআই-এর ৬ সুপারিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ০২:১৯ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ০২:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাসায় কাজের লোক নিয়োগের ক্ষেত্রে মোবাইলে ছবি তুলে রাখাসহ ৬ সুপারিশ করেছে পিবিআই। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করেন পিবিআই। 

এদিন সকাল সাড়ে এগারোটায়, গত ২০১৯ সালের ধানমন্ডির ১৫ নম্বর রোডের লোবেলিয়া এপার্টমেন্টে স্বর্ণালঙ্কারের লোভে বিশ্বস্ত কাজের লোকের হাতে অভিনব কায়দায় গৃহকর্ত্রীসহ জোড়া খুনের রহস্য উদঘাটন বিষয়ক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করা হয়। 

কাজের লোক নিয়োগের ক্ষেত্রে পিবিআই এর সুপারিশ সমূহ হলো-

১. নিয়োগের আগে নাম ঠিকানা যাচাই করতে হবে।

২. জাতীয় পরিচয়পত্রের কপি নিতে হবে।

৩. অপরিচিত কাউকে হঠাৎ বাসায় কাজের লোক হিসেবে না নেয়া।

৪. দীর্ঘ দিনের কাজের লোককে অতিরিক্ত বিশ্বাস না করে তার দিকে সতর্ক নজর রাখতে হবে। 

৫. মোবাইল নম্বরে কল দিয়ে যাচাই করে নিতে হবে ।

৬. নিয়োগের আগে মোবাইলে ছবি তুলে রাখতে হবে।

Bootstrap Image Preview