Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমের দাবিতে বিক্ষোভ করেছে 'প্রেমবঞ্চিত সংঘ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


'কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই' এমন সব স্লোগান দিয়ে প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে 'প্রেমবঞ্চিত সংঘ'।

সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়।

সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সেখানে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, 'আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।'

Bootstrap Image Preview