Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একুশে ফেব্রুয়ারিতে একসঙ্গে ৫ জনের বেশি নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৪ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংগঠন পর্যায়ে সর্বোচ্চ পাঁচ ও ব্যক্তি পর্যায়ে দুজন একসঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে শুক্রবারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন আর ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুজন নির্ধারণ করে দেয়া মানে এই নয় যে ওই প্রতিষ্ঠানের অন্যরা ফুল দিতে পারবেন না। সবাই ফুল দিতে পারবেন। তবে একসঙ্গে পাঁচজন এবং দুজনের বেশি নয়।’

উপাচার্য বলেন, ‘শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য দিতে আসা সবাইকে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশে আসা সবাইকে করোনা টিকা সনদ সঙ্গে রাখার অনুরোধও জানান উপাচার্য।

তিনি বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবকরা র‌্যানডমলি টিকা সনদ আছে কি না চেক করতে পারেন। তবে যাদের টিকা দেয়া আছে তাদের টিকা সনদ না থাকলেও সমস্যা নেই। তাদের মুখের কথাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিশ্বাস করি যারা ফুল দিতে আসেন তারা অনেক দায়িত্বশীল ও সচেতন মানুষ।’

প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে শ্রদ্ধার্ঘ্য অর্পণের আগে অনেক মানুষ সমবেত হতে পারলেও এবার সেই সুযোগ থাকবে না বলে জানিয়েছেন উপাচার্য।

তিনি বলেন, ‘আগে আমাদের শারীরিক শিক্ষাকেন্দ্রে সমন্বয়ক কেন্দ্র থাকত। সেখানে বহু মানুষ সমবেত হতো। করোনা পরিস্থিতিতে এ বছর সেটি আর করছি না। সেখানে আমরা সমবেত হব না।

‘শুধু বিশেষভাবে যারা দায়িত্ব পালন করবেন, তারা সেবা দেয়ার জন্য সেখানে অবস্থান করবেন।’

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় তিন ফুট পরপর চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুসরণ করে সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ক্ষেত্রে যথাযথভাবে রুটম্যাপ অনুসরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা হ্যান্ড মাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রচারণা চালাবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও তারা মনিটর করবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহসহ অনেকে।

Bootstrap Image Preview