Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় মহাসড়কে পড়ে ছিল এসআইয়ের রক্তাক্ত লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২১ PM

bdmorning Image Preview
এসআই মো. জাহাঙ্গীর আলম । ছবি : সংগৃহীত


কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক এসআই (পরিদর্শক) নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়ির চাপায় এসআই মো. জাহাঙ্গীর আলমের (৪৫) মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার সদর উপজেলার এতাদিয়া গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় শুক্রবার দিবাগত রাতে যানজট নিরসন ও নিরাপত্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন এসআই জাহাঙ্গীর আলম। এ সময় মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ফায়ার সার্ভিস অফিসের সামনে কুমিল্লামুখী বেপরোয়া গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের টিআই মো. ফরিদুল ইসলাম( ভারপ্রাপ্ত ওসি) জানান, এক বছর আগে এসআই জাহাঙ্গীর এই থানায় যোগদান করেছিলেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview