Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে মোসাদ্দেকের ফিক্সিংয়ের অভিযোগ পায়নি বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৮ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিং কলঙ্কের কালিমা লেপে দিয়েছিল টুর্নামেন্টটির গায়ে। সেই থেকে এখন পর্যন্ত গুঞ্জন থাকলেও বাস্তবে ফিক্সিংয়ের কোনো অভিযোগ পায়নি বোর্ড।

তবে সদ্য সমাপ্ত অষ্টম আসরে ফের একবার উঠেছে ফিক্সিংয়ের গুঞ্জন। এবারে গণমাধ্যমে ফিক্সিংকাণ্ডে জড়িত থাকার অভোযোগের তীর যায় মোসাদ্দেক হোসেন সৈকতের দিকে।

টি-টেন, ইন্ডিপেন্ডেন্ট কাপ ও বিপিএল এই তিন টুর্নামেন্টে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে মোসাদ্দেকের বিরুদ্ধে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি বোর্ডের কাছে। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার বিপিএলের ফাইনালের পর সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান।

পাপন বলেন, ‘তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে, কিংবা কিছু তো জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের কাছে এমন কোনো তথ‍্য নেই। আর এটা আমাদেরও দেখার ব‍্যাপার নয়।’

তিনি আরও বলেন, ‘এটা দেখার জন‍্য আমাদের দুর্নীতি বিরোধী ইউনিট- আকসু আছে, আইসিসিরও আকসু আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি। কাজেই যে জিনিস আসে নাই, সেই জিনিস নিয়ে….।’

এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের জন্য ক্রিকেট থেকে আট বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

Bootstrap Image Preview