Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশের আইজিপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতা গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৩৯ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিরুদ্ধে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট ও শেয়ার করার অপরাধে ফেনীর দাগনভূঞা উপজেলার এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ফেনীর বারাহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবদল নেতার নাম আবু তাহের প্রকাশ কালু। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার সমাসপুর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। 

এর আগে আজ শনিবার তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন পরশুরাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান মজুমদার কামরুল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদকে নিয়ে অবমাননাকর, হেয় প্রতিপন্নমূলক, ষড়যন্ত্র ও উসকানিমূলক, কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক মন্তব্য পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতা সফিকুর।

যুবলীগ নেতা কামরুল বলেন, ফেসবুকে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য মিথ্যা, কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য ও লেখা পোস্ট করার জন্য তিনি আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আবু তাহেরকে আজ শনিবার বিকেলেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview