Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানবাহিনীতে যুক্ত হলো যুক্তরাষ্ট্রে তৈরি নতুন বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১১:১৪ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১১:১৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাংলাদেশ বিমানবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রে তৈরি সি-১৩০জে পরিবহন বিমান ঢাকায় পৌঁছেছে। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জি এম শামীম রেজার নেতৃত্বে বিমানটি যুক্তরাজ্য থেকে ঢাকায় উড়িয়ে আনা হয়।

রোববার (২০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঐতিহ্য অনুযায়ী রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে সি-১৩০জে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এসময় বিমানবাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

 

আইএসপিআর-এর পক্ষ থেকে বলা হয়, বিমানটি দেশে আনার মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জি এম শামীম রেজা। যুক্তরাজ্য থেকে উড্ডয়নের পর যাত্রাপথে বিমানটি কায়রো (মিশর) ও মাসকাটে (ওমান) যাত্রাবিরতি করে।

আরও জানানো হয়, ঐতিহ্যগত রীতি মোতাবেক বিমানটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশারের এয়ার অধিনায়ক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সি-১৩০জে পরিবহন বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন পরিবহন বিমান। এটি মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে। ক্রয়কৃত বাকি বিমান এ বছরের মধ্যেই যুক্তরাজ্য থেকে আনা হবে। বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক এই সি-১৩০জে বিমানের অন্তর্ভুক্তির ফলে বিমান বাহিনী বিশ্বের যেকোনো স্থানে পৌঁছানো, পরিচালন ক্ষমতা এবং বাহিনীর সার্বিক সক্ষমতা বাড়াবে।

Bootstrap Image Preview