Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালাক দেয়া স্ত্রীকে ফেরাতে না পেরে শ্যালককে হত্যা, শ্বশুরবাড়িতে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৫ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চার বছর আগে তালাক দেয়া স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে স্ত্রীর ভাইকে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী। এসময় তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে আহত করার পাশপাশি শ্বশুর বাড়িতে আগুন দিয়েছে ওই যুবক। পরে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার সন্ধ্যার পরে ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামে।

নিহত রোকন মিয়া ওই গ্রামের তয়েজ উদ্দিন মাস্টারের ছেলে। তার বোনের সঙ্গে একই উপজেলার সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান মিয়ার বিয়ে হয়েছিল। হত্যাকারী মিজান মিয়া বর্তমানে পুলিশী প্রহরায় রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে তয়েজ উদ্দিন মাস্টারের মেয়ে সুমি বেগমের সঙ্গে পার্শ্ববর্তী সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের চার বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর পুনরায় সাবেক স্ত্রীকে ফিরে পেতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন মিজান। কিন্তু তাদের যোগাযোগের মধ্যে বাধ সাজে সুমির বড় ভাই রোকন মিয়া। ঘটনার দিন সোমবার সন্ধ্যায় উপজেলার চৌধুরানী বাজার থেকে সুমি ও তার ভাই রোকন বাড়ি উদ্দেশে রওনা হয়ে মকরমপুর সড়কের কাছে পৌঁছালে মিজান তাদের পথ রোধ করেন। পরে মিজান তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভাই-বোনকে কুপিয়ে আহত করেন। রোকন ও সুমিকে কুপিয়ে মিজান তার সাবেক শ্বশুরের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাকা ঘর পুড়ে যায়। আগুন দেয়ার পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মিজান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্বশুর বাড়ির পূর্বদিকের সড়কের ওপর পড়ে থাকা মিজানকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো ভর্তি করা হয়। এখন তাকে পুলিশ প্রহরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে গুরুতর আহত সুমি ও রোকনকে স্থানীয়রা উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকনকে মৃত ঘোষণা করেন। আহত সুমিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষপানে অসুস্থ মিজানকে পুলিশ পাহারায় রমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  তিনি জানান, এ ঘটনায় ৪ জনকে আসামি করে নিহতের ভাই তৌহিদুর রহমান একটি মামলা করেছেন। 

Bootstrap Image Preview