Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৩ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বান্দরবানের রুমায় জমি নিয়ে বৈঠকে কথা-কাটাকাটির জেরে পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু পাড়ার গ্রাম প্রধান লক্কুই ম্রো এবং তার চার ছেলে নুক্কুই ম্রো, লেং নি ম্রো, মেনু ওয়াই ম্রো ও রিং রাও ম্রো।

গালেঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যার সঙ্গে স্থানীয় পাহাড়িরা জড়িত বলে জানান তিনি।

গালেঙ্গ্যা ইউনিয়নের সচিব উবানু মারমা জানান, জুম চাষের জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে পাড়া প্রধান লক্কুই ম্রোর বিরোধ ছিল। ওই জমির বিষয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক বসে। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয়রা লক্কুই ও তার চার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই পাড়া প্রধান ও তার বড় ছেলে নুক্কুইয়ের মৃত্যু হয়। আহত তিনজনকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মারা যান।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘পাঁচ জনকে হত্যার ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হচ্ছে।’

জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘দুর্গম গ্যালেঙ্গা ইউনিয়নের পাড়া প্রধানসহ পাঁচজন নিহতের খবর প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমাদের টিম ফেরার পর বিস্তারিত জানাতে পারব।’

Bootstrap Image Preview