Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মদ্যপ বিএসএফ সদস্যকে বিজিবির হাতে তুলে দিল স্থানীয়রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১১:৫৬ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১১:৫৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নওগাঁর ধামইরহাটে সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক মদ্যপ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।

ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী কালুপাড়া গ্রাম থেকে শনিবার রাত ১১টার দিকে দিলিপ কুমার নামের ওই বিএসএফ সদস্যকে স্থানীয়রা আটক করে।

পত্নীতলা ১৪ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস এম নাদিম আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএসএফের ইউনিফর্ম পরা দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমান্তে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করে। কালুপাড়ার লোকজন তাকে আটক করে আমাদের খবর দিলে আমরা দিলিপকে আমাদের হেফাজতে নেই।

‘তার কাছ থেকে একটি রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

Bootstrap Image Preview