Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ. আফ্রিকায় টেস্ট খেলবেন সাকিব: পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৯:০৬ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৯:০৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাকিব আল হাসানকে নিয়ে রহস্যের মেঘ উবে গেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলবেন টাইগার অলরাউন্ডার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলবেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছিলেন সাকিব। পরে আইপিএল নিলামে দল পাননি তিনি। এরপর চলে জোর আলোচনা, সাকিব কি এবার টেস্টের জার্সি গায়ে তুলবেন? আজ (সোমবার) সে রহস্যের সমাধান মিলেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব।

চট্টগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছেন, ‘আইপিএলে ও যাচ্ছে না তাহলে তো আমি কোনো কারণ দেখছি না দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার। তাই এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিন। এরকম কিছু আমার মাথায় নেই। আইপিএলের জন্যই যেতে চাচ্ছিল না। যেহেতু আইপিএল নাই সে খেলবে।’

তাহলে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাবে? এমন প্রশ্নের জবাবে পাপনের পরিষ্কার জবাব ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে। শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। আমি এখন পর্যন্ত যা যা জানি ও খেলবে। ও একবারও বলেনি ও খেলবে না।’

তবুও কিছুটা সংশয় থাকলেও পরে সেটাও দূর করে পাপন, ‘ও খেলবে। মনের মধ্যে কোনো যদি কিন্তু নেই। কোনো কিছু নেই। যেকোনো খেলোয়াড় যে কোনো ফরম্যাট না খেলতে চাইলে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে আগে বলতে হবে। এবং সে বলেছিল, আইপিএলের কারণে। এখন যেহেতু হচ্ছে না তার মানে সে খেলবে এটাই। এটা ছাড়া কোনো অপশন দেখি না।’

Bootstrap Image Preview