Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫ জন ফেরেশতা দিয়ে কমিশন করেও লাভ নেই : রুমিন ফারহানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ০১:৫২ AM
আপডেট: ০৩ মার্চ ২০২২, ০১:৫২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 'যে সার্চ কমিটির ধারাবাহিকতায় একটি নির্বাচন কমিশন লক্ষ করছি সেটা একেবারেই জনগণের সাথে তামাশা। কারণ ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটির নাটক দেখেছি আমরা এবং এই সার্চ কমিটি দিয়ে রকিব মার্কা, হুদা মার্কা কমিশনও আমরা দেখেছি। সুতরাং এর বাইরে নতুন কিছু হবে বলে আমরা মনে করি না। '

তিনি আরো বলেন, 'পাঁচজন ফেরেশতা দিয়ে কমিশন করেও কোনো লাভ নেই যদি না সরকারে কোনো নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকার থাকে।

সরকারে যদি হাসিনা সরকার বসে থাকে, দলীয় সরকার বসে থাকে, তার অধীনে কোনোভাবেই এ দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। '

আজ বুধবার দুপুরে শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, 'আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছি এবং আমরা আন্দোলনের মধ্যেই আছি। ১৩ বছর ধরে আমরা কিন্তু জুলুম সহ্য করে মাঠে আছি, জনগণের সাথেই আছি। এখন জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে, সেটা কেন? কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অর্থাৎ জনসম্পৃক্ত যে ইস্যু সেখানে। এই শান্তি আন্দোলনেও দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। '

রুমিন ফারহানা বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগের অধীনে দেশের কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সুতরাং এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরে তিনি শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সভায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview