Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ: তিন কলেজছাত্র জেলহাজতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০২:১৫ PM
আপডেট: ১১ মার্চ ২০২২, ০২:১৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বরগুনা সদর উপজেলায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৫) কে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন কলেজ ছাত্রকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার ৯ মার্চ তিনজনের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেনÑ বরগুনা সদরের দক্ষিণ লবণগোলা এলাকার মতলেব আকনের ছেলে মো. মিরাজ (২১), একই এলাকার জলিল হাওলাদারের ছেলে মো. রুমান (২০) ও জাকির ভুইয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ (২৩)।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা জানান, অভিযান চালিয়ে তিনজন আসামি গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে বুধবার সকালে থানায় তিনজনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা করেন ওই স্কুল ছাত্রীর বাবা।

Bootstrap Image Preview