Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে বাবা দিলেন ‘নিখোঁজ পোস্ট’, ইশা ততক্ষণে বস্তাবন্দি লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ০৮:৫৬ PM
আপডেট: ১৫ মার্চ ২০২২, ০৮:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নাটোরের লালপুরে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইশা খাতুন (৪) উপজেলার আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামের ইলিয়াস আলীর মেয়ে। মঙ্গলবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ওসি ফজলুর রহমান।

শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি ফজলুর রহমান জানান, মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে ওই শিশু নিখোঁজ হয়।

এ নিয়ে ইশার বাবা ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দেন। এরপর এলাকায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। দুপুর সাড়ে ১২টার দিকে সাধুপাড়া গ্রামের একটি আমবাগানে পানিশূন্য ডোবা থেকে ইশার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে কে বা কারা শ্বাসরোধে হত্যার পর বস্তায় ভরে ফেলে রেখে গেছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview