Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ সময়ে মেলায় ভিড় করছেন বই প্রেমীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১০:০১ AM
আপডেট: ১৬ মার্চ ২০২২, ১০:০১ AM

bdmorning Image Preview


আর মাত্র একদিন পরেই শেষ হবে এবারের অমর একুশে বইমেলা। শেষ সময়ে মেলায় ভিড় করছেন বই প্রেমীরা। এতে খুশি প্রকাশকরাও। কারণ পাঠকদের কাছে পছন্দের বই তুলে দিতে পারছেন তারা।

প্রকাশকরা বলছেন, মেলার শেষ সময়ে পছন্দের বই কিনতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। নানা শ্রেণি-পেশা ও বয়সী মানুষের পদচারণায় মুখরিত মেলা। এতে ব্যস্ত সময় পার করছেন স্টলের বিক্রয়কর্মীরা। অন্যদিকে লেখক-পাঠক আড্ডায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে মিলন মেলায়।

সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, অধিকাংশ স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছোট প্রকাশনীগুলোতেও ছিল প্রচুর মানুষের সমাগম। 

বুধবার অমর একুশে বইমেলার ৩০তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ দিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে শহীদ জননী জাহানারা ইমাম : আমৃত্যু সংগ্রামী এক মহাপ্রাণ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তপন পালিত। আলোচনায় অংশগ্রহণ করবেন সাবিহা পারভীন, জয়দুল হোসেন এবং আহমেদ আহসানুজ্জামান। সভাপতিত্ব করবেন নাসির উদ্দীন ইউসুফ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Bootstrap Image Preview