Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে চান মেয়র আতিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১২:২০ AM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ১২:২০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট কমানোর দায়িত্ব নিতে চান ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, তাকে এ দায়িত্ব দেয়া হলে তিনি দেখাবেন কীভাবে যানজট কমাতে হয়।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, রাজধানীর সড়ক সিটি করপোরেশনের অধীন হলেও ট্রাফিক বিভাগ তা নয়। একারণেই রাস্তায় কতগুলো বা কী পরিমাণ গাড়ি চলবে তা নিয়ন্ত্রণের ক্ষমতা সি‌টি করপোরেশনের মেয়র হিসেবে আমার নেই। এজন্য আমি বিনয়ের সাথে বলবো, যেভাবে দখল হওয়া খালগুলো অবমুক্ত করার দায়িত্ব দিয়েছেন, একইভাবে ট্রাফিক পুলিশ ‌বিভাগও আমাদের নিয়ন্ত্রণে দেন। তাহলে আমরা আপনাদের দেখাতে পারবো, কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে যানজট কমাতে হয়।

এসময় রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে সংশ্লিষ্ট সকলকে ডেকে অনুসন্ধান করে কোথায় কোথায় সমস্যা তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র।

Bootstrap Image Preview