Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকিনি পরা ছবি দিয়ে ভক্তের আবদার রাখলেন দিশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৭:১৩ PM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ০৭:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে বিকিনি পরা অবস্থায় দেখেনি, এমন ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। ক্যারিয়ারের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দেয়ার জন্য পরিচিত তিনি। হরহামেশাই বিকিনি লুকে ছবি শেয়ার করেন এই সুন্দরী।

সেই দিশার কাছেই বিকিনি পরা ছবি চাইল এক ভক্ত। সেই আবদারে কী করলেন দিশা? জানলে একগাল হেসে দেবেন যে কেউ।সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন দিশা পাটানি। সেখানে অসংখ্য ভক্ত তার কাছে প্রশ্ন করেন। এক ভক্ত আবদার করে বসেন, ‘বিকিনি পরা সেরা ছবিটা দিন’।ভক্তের ব্যতিক্রম আবদার বলে কথা। মেটাতে ভুল করলেন না অভিনেত্রী। বিকিনি পরা ছবিই দিলেন, তবে সেটা নিজের নয়। একটি সীলের ছবি! অর্থাৎ বিকিনি পরা একটি সীলের ছবি দিয়েছেন অভিনেত্রী। দিশার এমন ব্যতিক্রম কাণ্ডে হাসির রোল পড়ে গেছে ইন্টারনেটে।

দিশাকে সর্বশেষ দেখা গেছে ‘রাধে’ সিনেমায়। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি অভিনয় করেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘এক ভিলেন রিটার্নস’, ‘যোধা’ ও ‘কেটিনা’।

 

Bootstrap Image Preview