Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসামির সঙ্গে জন্মদিনের কেক কাটায় চকরিয়া থানার ওসি প্রত্যাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৭:১৬ PM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ০৭:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামির সঙ্গে জন্মদিনের কেক কাটায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবস তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধি ভঙ্গ করায় ওসি ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।জানা গেছে, গত ২ মার্চ ছিল ওসি ওসমান গণির জন্মদিন। ওই দিন তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন এবং মিষ্টিমুখ করান রুবেল নামের হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওসমান গণি চার মাস আগে চকরিয়ার থানার ওসি হিসেবে যোগ দেন। মাত্র চার মাসের মাথায় তিনি প্রত্যাহার হলেন।

Bootstrap Image Preview