Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজ নয়, তাবলিগে গিয়েছিলেন বুয়েট ছাত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৯:২৫ PM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ০৯:২৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারেক মুহাম্মদ ইফতেখারের সন্ধান পেয়েছে পুলিশ। তাকে উদ্ধার করে বুয়েট কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ূম।তিনি বলেন, তারেক পরিবার ও তার বন্ধু-বান্ধব কাউকে না জানিয়ে তাবলিগে গিয়েছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর থেকেই তার অবস্থান শনাক্ত করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা জানতে পারি তিনি কাকরাইল এলাকায় অবস্থান করছেন। তাকে আজ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক আমাদের জানিয়েছেন, তাবলিগে যেতে হল থেকে বেরিয়েছিলেন। কিন্তু হল থেকে বের হওয়ার পর তিনি কাউকেই এ বিষয়ে কিছু জানাননি। এ কারণেই গত তিন দিন তার কোনো খোঁজ ছিল না।  

Bootstrap Image Preview