Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোটেলে মাসাজ নিতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৭:২৭ PM
আপডেট: ১৮ মার্চ ২০২২, ০৭:২৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতে বেড়াতে এসে ধর্ষণের অভিযোগ তুললেন নেদারল্যান্ডসের এক তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে কেরলের এক যুবককে গ্রেফতার করল জয়পুর পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে রাজস্থানে বেড়াতে আসেন নেদারল্যান্ডসের ওই তরুণী। ছিলেন রাজধানীর জয়পুরের একটি হোটেলে। ওই হোটেলে আয়ুর্বেদিক মাসাজ নিতে যান অভিযোগকারিণী। সেখানে তাঁকে এক কর্মী ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পর সিন্ধি ক্যাম্প থানার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এর পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত হোটেলে দীর্ঘদিন কাজ করেন। আদতে তিনি কেরলের বাসিন্দা। পুলিশ তাঁকে খুঁজছে, এই খবর পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে রাস্তা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bootstrap Image Preview