Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৮:৫২ PM
আপডেট: ২০ মার্চ ২০২২, ০৮:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ রোববার সকাল ১১টা ২০ মিনিটে শুরু হওয়া বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে সূচনা বক্তব্যে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন সময়ে গণতান্ত্রিক রীতিনীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি রয়েছে।'

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের অষ্টম অংশীদারিত্ব সংলাপে ঢাকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।

Bootstrap Image Preview