Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৈকতে ভেসে আসা ‘গরু মাছ’ ফেলা হয়েছিল জাহাজ থেকে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১১:০২ AM
আপডেট: ২১ মার্চ ২০২২, ১১:০২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শনিবার (২০ মার্চ) বিকেল ও রাতে কক্সবাজারের কলাতলী সৈকতের এক কিলোমিটার এলাকা জুড়ে ভেসে আসে অসংখ্য ছোট আকৃতির মাছ। জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বিপ্লব জানিয়েছেন, মাছগুলো জেলেদের মাছ ধরার জাহাজ থেকে ফেলা হয়েছে, পরে সেগুলো জোয়ারের সময় পারে চলে আসে।

এস এম খালেকুজ্জামান বিপ্লব বলেন, ‘স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে সৈকতে গিয়ে মরা মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলেদের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া গেছে মাছগুলো মাছ ধরার জাহাজ থেকে ফেলা হয়েছে। এসব মাছ চামিলা প্রজাতির। যা স্থানীয়দের কাছে ‘‘গরু’’ নামে পরিচিত।’

তিনি আরও বলেন, ‘মাছগুলো সমুদ্র উপকূলের কাছাকাছি থাকে। তাই গভীর সাগরে এ মাছ ধরা পড়ার কথা নয়। আবার এমনও হতে পারে টানা জালের মাছ ধরার বোট বেশি মাছ পাওয়ায় কমমূল্যের মাছ ফেলে দিয়েছে।’ 
 
এদিকে কলাতলীর সৈকতে মাছ ধরার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মানুষের মধ্যে বেশ কৌতূহল দেখা দেয়। ভেসে আসা বেশির ভাগ মাছই পচে-গলে গেছে। এতে ওই স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার সামুদ্রিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, ‘চামেলি প্রজাতির মাছগুলো কম মূল্য হওয়ায় জেলেরা সাগরে ফেলে দেয়। এ রকম ঘটনা মাঝেমধ্যে ঘটে থাকে।’ 

কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, ‘মাছ ভেসে আসার খবর পেয়ে বুরির বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করেছে। সেখানকার আশপাশের পানিও সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে পানির গুণাগুণে কোনো অসংগতি ধরা পড়েনি।’

Bootstrap Image Preview