Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আভরাল সাহিরের গান নিয়ে নির্মাতা সোহেল রাজের 'অভিমানী'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১১:৪১ AM
আপডেট: ২১ মার্চ ২০২২, ১১:৪১ AM

bdmorning Image Preview


মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা সোহেল রাজের নতুন মিউজিক ভিডিও 'অভিমানী'। কণ্ঠশিল্পী আভরাল সাহিরের কথা, সুর ও সঙ্গীতে আয়োজিত গানটিতে মডেলিং করেছেন আভরাল সাহির ও মারিয়া মিম। 

রোববার (২০ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে গানচিত্রটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সঙ্গীত শিল্পীদের মিলন মেলা বসে সেখানে। এতে অংশ নেন কণ্ঠশিল্পী শিরিন জাওয়াদ, জুয়েল মোর্শেদ, প্রত্যয় খান, জাহেদ পারভেজ পাভেল, শেখ সাদী, আলভী আল বেরুনীসহ আরো অনেকে। এসেছিলেন অনেক অভিনেতা ও অভিনেত্রীরাও।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে সোহেল রাজ বলেন, আমি মানুষের জন্য বাস্তবধর্মী কাজ করতে পছন্দ করি। এই কাজটিও তেমন। আশা করছি, সবার ভালো লাগবে।

২০২১ সালে আভরাল সাহিরের করা একটি হামিং বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের গণ্ডি পেরিয়ে যা ছড়িয়ে পড়ে ভারত এবং পাকিস্তানেও। মূলত সেই হামিংটিকে কেন্দ্র করেই 'অভিমানী' শিরোনামের গানটি তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আভরাল সাহির বলেন, সবাই আমার কাছে ভাইরাল হওয়া হামিং এর গানের লিংক চাইতো। কিন্তু আমি দিতে পারতাম না। তখন থেকেই এই গানটির পরিকল্পনা করতে থাকি। আজ সেটা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। 

অভিনেত্রী মারিমা বলেন, আমার তেমন একটা মিউজিক ভিডিওতে কাজ করা হয় না। গানটির কথা ও সুর দুটোই ভাল লেগেছে। তাই রাজি হয়ে গেছি।

এমন একটি গানচিত্রের পরিচালনার দায়িত্ব পেয়ে খুশী তরুণ পরিচালক সোহেল রাজ। গানটি শ্রোতাদেরও বেশ ভালো লাগবে বলে আশা তার।

টিম ওয়ার্ক প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে 'অভিমানী' শিরোনামের গানটি। ইউটিউবে আভরাল সাহিরের নিজস্ব চ্যানেলে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ভিডিও

 

 

Bootstrap Image Preview