Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমের বিয়ে না মানায় আত্মহত্যা করেছেন মার্জিয়া ও সবুজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০১:০৫ PM
আপডেট: ২২ মার্চ ২০২২, ০১:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বগুড়ায় প্রেমের বিয়ে দুই পরিবার মেনে না নেয়ায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে এক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ মার্চ) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এই যুগল আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহননকারীরা হলেন দামগারা কারিগরপাড়া এলাকার মৃত জলিলের ছেলে সবুজ (২১) এবং তার স্ত্রী মার্জিয়া জান্নাত (১৮)। সবুজ পেশায় শ্রমিক ছিলেন আর মার্জিয়া স্থানীয় নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

স্বজনরা জানান, বছর খানেক আগে থেকে সবুজ ও জান্নাতের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সোমবার (২১ মার্চ) বিকেলে দুজন গোপনে বিয়ে করে। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে বাড়িতে নিয়ে যায়। এদিকে, সন্ধ্যায় মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সবুজের বাড়ি থেকে জোরপূর্বক মার্জিয়াকে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর রাতে তারা মুঠোফোন কথা বলতে শুরু করলে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়। সবুজের সঙ্গে ফোনকলে থেকেই রাত সাড়ে ১০টার দিকে জান্নাত কীটনাশক পান করে আত্মহত্যা করলে, ফোনে জান্নাতের কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে সবুজও তাৎক্ষণিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, পুলিশ রাতেই দুজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview