Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিলুপ্তপ্রায় মৃত কচ্ছপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৪:০৭ PM
আপডেট: ২২ মার্চ ২০২২, ০৪:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির দু'টি সামুদ্রিক কচ্ছপের মৃতদেহ। এর একটির ওজন প্রায় ২৫ কেজি ও অপরটির ওজন ২০ কেজি। জলপাই রঙের কচ্ছপ দুটি দুই-তিনদিন আগে মারা যাওয়ায় এরইমধ্যে এগুলোর শরীরে পঁচন ধরেছে। 

মঙ্গলবার (২২ মার্চ) কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা সৈকতে কচ্ছপ দু'টির মৃতদেহ দেখতে পায়। 

পরিবেশবিদরা জানান, সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডিম পাড়ার জন্য কচ্ছপ উপকূলে আসে। এ প্রজাতির কচ্ছপ প্রায় পাঁচ ঘন্টা সমুদ্রের তলদেশে থাকতে পারে। এরপর শ্বাস নিতে পানির উপরিভাগে উঠলে জালে ধরা পড়ে। এছাড়া ডিম পেড়ে সাগরে ফিরে যাওয়ার সময়ও বিভিন্ন বণ্য প্রাণীর আক্রমণ কিংবা সৈকতে চলাচল করা বাহনের চাকায় চাপা পড়ে মারা যায়।

এর আগে গত সোমবার বিকালে গঙ্গামতি সৈকতে ভেসে আসে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। যেটির পেট কাটা ছিলো। 

বর্তমানে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় অলিভ রিডলেকে ‘সংকটাপন্ন’ প্রজাতির কচ্ছপের কাতারে রাখা হয়েছে।

ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, সামুদ্রিক প্ররিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলজ প্রাণী বিবেচনা করা হয়। কচ্ছপ ক্ষতিকর জেলি ফিশ খেয়ে ফেলে। যা মাছের বংশ বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখে। এ প্রজাতির কচ্ছপ বাংলাদেশে সংরক্ষিত। তারা মৃত কচ্ছপ দৃটির নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষার জন্য।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, কুয়াকাটায় একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মৎস্য ও প্রানী সম্পদ গবেষকরা গবেষণা শুরু করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Bootstrap Image Preview