Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়া পালশা চৌকির পাড়া থেকে ব্রাজিলকে গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৪:৩৮ PM
আপডেট: ২২ মার্চ ২০২২, ০৪:৩৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বগুড়া সদর থানার পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে ২২ মামলার আসামি মো. ব্রাজিলকে (৩২) গ্রেপ্তার করেছে।

বগুড়ার পালশা চৌকিরপাড়া দক্ষিণ গোদাপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে ব্রাজিলকে শহরের বকশীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাজিলকে জিজ্ঞাসাবাদের পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোররাতে পলাশ ব্রিজ এলাকায় মাটির নিজ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, এসিড সন্ত্রাসসহ ২২টি বিচারাধীন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাজিল এতগুলো মামলায় জামিনে ছিলেন কি না জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, 'এতগুলো মামলায় তিনি জামিনে ছিলেন না, পলাতক ছিলেন। তার মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।'

Bootstrap Image Preview