Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০১:২৫ PM
আপডেট: ২৩ মার্চ ২০২২, ০১:২৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সকালে উপজেলার ঘারুয়া বাজার সংলগ্ন ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে মহড়া চলে।

পরবর্তী প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। এই সময় বাজারের কিছু দোকান পাট ক্ষতিগ্রস্ত হয়।এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বিপ্লব বলেন, খবর পেয়ে সংঘর্ষ থামাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview