Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নওগাঁ থেকে পর্ন ভিডিও সরবরাহকারী ১০ যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১১:১৬ AM
আপডেট: ২৪ মার্চ ২০২২, ১১:১৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নওগাঁর সাপাহার উপজেলা সদর থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ১০ যুবককে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫। গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন নুর আলম (৩৫), সাকিব হাসান (২৯), ইমরান (২২), কামাল হোসাইন (২৩), আরিফুল ইসলাম (২৭), শাহিন আলম (২৬), মতিউর রহমান (২৮), রাশেদ মিলন (২৮), আব্দুল মাজেদ (২৮) এবং কাওসার মাহমুদ শান্ত (২৮)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা নওগাঁ জেলার সাপাহার উপজেলা সদর সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাজার এলাকা থেকে ১২টি সিপিইউ, ১৬টি হার্ড ডিস্ক, ১২টি মনিটর, চারটি মাউস, ৯টি বিভিন্ন ধরনের কেবল, আটটি কি-বোর্ডসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীদের হাতেনাতে আটক করতে সক্ষম হন। রাতেই তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

সাপাহার থানার ওসি তারেকুর রহমান বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ’

Bootstrap Image Preview