Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে হোটেলে পর্যটকের লাশ, সৈকতে মানুষের কঙ্কাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০১:১০ PM
আপডেট: ২৫ মার্চ ২০২২, ০১:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজারের একদিনে পৃথক ঘটনায় হোটেল থেকে মো. ফয়সাল ওরফে ওরফে হৃদয় (২১) নামে এক পর্যটকের মৃতদেহ ও সৈকতে ভেসে আসা মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথক ঘটনায় মৃতদেহ ও কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকার সিকদার রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১)।

নিহত মো. ফয়সাল ওরফে হৃদয় কুমিল্লার দেবিদ্বারের বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরের মায়ের সঙ্গে বসবাস করে আসছিলেন।

হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহি উদ্দিন আহমদ জানান, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালেও তাকে নাশতা করতে দেখেছেন রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় দরজায় ধাক্কা দেওয়া হয়। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানে হৃদয়ের মরদেহ ঝুলছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে কক্সবাজার সদর থানার এসআই নাছির উদ্দীন মজুমদার জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসে মানুষের একটি কঙ্কাল। খবর পেয়ে সকাল ১১টার দিকে কক্সবাজার সৈকতের দরিয়া নগর পয়েন্ট কঙ্কালটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

Bootstrap Image Preview