রাজধানীর শাহজাহানপুরে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীর গুলিতে আওয়ামী লীগ নেতা হত্যাবিষয়ক বেশ কিছু তথ্য ও আলামত পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব মুখপাত্র বলেন, ‘জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় বেশ কিছু মোটিভ আমরা পেয়েছি। যা পর্যালোচনা করছি আমরা। শুধুই র্যাবই নয় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। আমরা আশা করছি দ্রুতই খুনের মোটিভ উদ্ঘাটনসহ খুনিদের আমরা আইনের আওতায় আনতে পারব।’
র্যাব মুখপাত্র বলেন, ‘দুঃখজনক এ ঘটনায় একজন সাধারণ শিক্ষার্থীও মারা গেছেন। ইতোমধ্যে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেটের এ ঘটনায় বেশ কিছু তথ্য ও আলামত র্যাবের হাতে এসেছে। বেশ কিছু ফুটপ্রিন্ট পেয়েছি। হত্যাকাণ্ডের বেশকিছু মোটিভ আমরা পেয়েছি, যা পর্যালোচনা চলছে।’
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে শুটারকে শনাক্তের চেষ্টা চলছে। আমরা অনেক দূর এগিয়েছি। শুধু র্যাবই নয় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো কাজ করছে এ ঘটনায়। আশা করছি আওয়ামী লীগ নেতা খুনের ঘটনার মোটিভ উদ্ঘাটনসহ শুটারকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হব।’