Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৪০০ গ্রাম দুধের দাম ৯০০ টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ১১:১২ PM
আপডেট: ২৫ মার্চ ২০২২, ১১:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা। চিনসহ অনেক দেশের কাছে ঋণে জর্জরিত দেশটি। শ্রীলঙ্কায় নিত্যদিনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এক কেজি চিনির দাম ৩২৮ টাকা। প্রতি কেজি চাল ৫৬৫ টাকা। আশ্চর্যের বিষয়, ৪০০ গ্রাম দুধের জন্য দিতে হচ্ছে প্রায় ৯০০ টাকা। খবর নিউজ এইটিনের।

শ্রীলঙ্কার অর্থ সংকট গ্রিসের কথা মনে করিয়ে দেয়। কীভাবে চোখের সামনে দেউলিয়া হয়ে যায় গ্রিস তা অজানা নয়। অর্থনীতিবিদদের মতে, শ্রীলঙ্কাও এখন দেউলিয়ার পথেই।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে এই ভঙ্গুর অর্থনীতির দায় একেবারেই নেননি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংকটের কারণ আমি বা প্রশাসন নয়। তাই দোষ নিজের ঘাড়ে নিতে রাজি নই।

এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭০% কমে ২.৩৬ বিলিয়ন ডলার হয়েছিল। আগামী ১২ মাসে শ্রীলঙ্কাকে প্রায় ৬০ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। মোট ঋণের প্রায় ৬৮ শতাংশ চিনের। চিনকে দিতে হবে ৫ বিলিয়ন ডলার।

Bootstrap Image Preview