Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুন্দরী মাদক কারবারি কুলসুম গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০৩:৪৯ PM
আপডেট: ২৬ মার্চ ২০২২, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন মাদক কারবারি কুলসুম আক্তার (২৯)। শুক্রবার রাতে টঙ্গীর প্রধান মাদক স্পটখ্যাত নোয়াগাঁও কেরানিরটেক বস্তি থেকে নয় শ’ ৩০ পুরিয়া হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১০টায় কেরানিরটেক বস্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় টঙ্গীর কুখ্যাত ‘সুন্দরী মাদক কারবারি’ কুলসুম বেগমের আস্তানা ঘেরাও দেয়া হয়। এ সময় তাকে নয় শ’ ৩০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুলসুমের সহযোগীরা পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ কুলসুমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানিরটেক বস্তিতে অভিযান চালিয়ে তাকে ৯৩০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলসুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Bootstrap Image Preview