Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়া থেকে গ্যাস কিনবে না ফ্রান্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০৪:১১ PM
আপডেট: ২৬ মার্চ ২০২২, ০৪:১১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাশিয়া থেকে গ্যাস কিনতে গেলে যেসব দেশ বন্ধু না তাদেরকে ইউরো বা ডলার নয়, রুবল দিয়ে কিনতে হবে বলে সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিনের এ পরিকল্পনা মানতে মোটেও রাজি না ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ক্রেমলিনের কৌশলের পর আমরা আমাদের বিশ্লেষণের কাজ চালিয়ে যাচ্ছি। 

ম্যাকরন বলেন, আমার মনে হয় রাশিয়া যা বলছে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। জার্মানি এখনও রাশিয়ার গ্যাসের ওপর অনেকটাই নির্ভরশীল। রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলছেন, চুক্তিতে স্পষ্টভাবে নির্ধারণ করা আছে যে কীভাবে গ্যাসের জন্য অর্থ প্রদান করতে হবে।

কয়েকদিন আগেই রাশিয়া বলে,বহু দেশ যেভাবে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করেছে, তারপর তাদের ওপর আর বিশ্বাস রাখা যাচ্ছে না। বলা হয়েছে, অন্য দেশের সাথে রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহ করার যে চুক্তি আছে, তা বহাল থাকবে। কেবল তেল ও গ্যাস নিলে রুবল দিতে হবে, ডলার বা ইউরো নয়।

Bootstrap Image Preview