Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাবালিকা মেয়ের ধর্ষককে টুকরো টুকরো বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৫:১০ PM
আপডেট: ২৯ মার্চ ২০২২, ০৫:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নাবালিকা মেয়ের ধর্ষককে শাস্তি দিলো বাবা ও মামা। ধর্ষণে অভিযুক্তকে টুকরো টুকরো করা দেহ উদ্ধার হলো নদী থেকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায়। 

পুলিশ সুপার বিবেক সিং জানিয়েছেন, রোববার অজনাল নদীতে ওই ব্যক্তির খণ্ড খণ্ড মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়লে তাকে সক্তপুর গ্রামের ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়।

পুলিশের সাব ডিভিশনাল অফিসার রাকেশ পেন্দ্রো জানান, মৃত ব্যক্তিটি ১৪ বছর বয়সী মেয়েকে যৌন নিপীড়ন করেছে বলে তদন্তে পাওয়া গেছে। ওই কিশোরীর বাবা এবং মামা শনিবার ত্রিলোকচাঁদকে তাদের মোটরসাইকেলে অজনাল নদীর দিকে নিয়ে যান। পরে মাছ কাটার ধারালো দা দিয়ে ত্রিলোকচাঁদের গলা কাটা হয়।

অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় অন্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ও অভিযুক্তরা পরস্পর আত্মীয়।

Bootstrap Image Preview