Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যশোরে স্বামীকে বালিশচাপায় হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৮:৪১ PM
আপডেট: ২৯ মার্চ ২০২২, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে লাল্টু মণ্ডলকে (২৫)  হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। রোববার মধ্যরাতে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী সুরাইয়া খাতুনকে (১৯) আটক করেছে। পুলিশের কাছে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

এ ঘটনায় সোমবার নিহতের ভাই মনিরুজ্জামান মিন্টু বাঘারপাড়া থানায় মামলা করেছেন। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে সুরাইয়া খাতুন তার শাশুড়িকে ডেকে জানান, লাল্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানার পর নিহতের বড়ভাই মনিরুজ্জামান মিন্টু ও মা তাদের রুমে গিয়ে দেখেন, লাল্টু মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছেন। এরপর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, লাল্টু যশোর ক্যান্টনমেন্টে ব্যাটম্যান হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। গহনা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। লাল্টু স্ত্রীকে মারপিটও করেন। তারই জের ধরে রাতে ঘুমন্ত অবস্থায় লাল্টুকে তার স্ত্রী বালিশচাপা ও গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। স্ত্রী সুরাইয়া স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ সুরাইয়াকে আটক করে।

Bootstrap Image Preview