আইজিপি বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘অশোভন’ বলে অভিহিত করেছে পুলিশ কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সংগঠনটির এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের নাম উল্লেখ না করে বলা হয়, স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধের সূচনাকারী গর্বিত পুলিশ বাহিনীর প্রধান ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারের বিরুদ্ধে একটি দলের মহাসচিব ও দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন সমাবেশে এবং গণমাধ্যমে আপত্তিকর, আক্রমণাত্মক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বক্তব্য প্রদান করছেন, যা পরিকল্পিত, অশোভনীয় ও উদ্দেশ্য প্রণোদিত।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক, ডিএমপির উপ-কমিশনার মো. আসাদুজ্জামানের স্বাক্ষরে বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়, বরং বাংলাদেশের অভ্যুদয় এবং মুক্তিযুদ্ধের সত্য ও সঠিক ইতিহাসের আলোকে বক্তব্য প্রদান করেছেন।
এতে বলা হয়, অতীতের বিভিন্ন সময়ে সরকার পরিচালনার দায়িত্ব পালনকারী একটি দলের নেতৃবৃন্দের মুখে পুলিশের মতো পেশাদার বাহিনী সম্পর্কে এ ধরনের হুমকি প্রদানপূর্বক বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। ভবিষ্যতে তারা এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান হতে বিরত থাকবেন এটাই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রত্যাশা করে।
স্বাধীনতা দিবসে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেছিলেন, 'যাকে তার স্বামী পরিত্যাগ করছিল… যে পাকিস্তানের ওখানে কী করছে… আর এখন সে না কি এক নম্বর মুক্তিযোদ্ধা!'
আইজিপি বেনজীর আহমেদ বিএনপিকে ইঙ্গিত করে বলেছিলেন, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখেছেন।
এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল হুঁশিয়ার করে বলেছিলেন, 'আপনারা পুলিশের চাকরি করেন, আইজিপি হন আর কমিশনার হন, আপনারা জনগণের সেবক। সাবধান হয়ে যান। ঔদ্ধত্যপূর্ণ, অশালীন কথা বলবেন না।'
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সংসদে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'পুলিশের আইজিপি ও কমিশনার যে ভাষায় কথা বলছেন। পোশাক খুলে দিয়ে রাজনীতিতে নেন না কেন? তাদেরকে আওয়ামী লীগে যোগ দেওয়ায় দেন।'