Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিতুমীর কলেজের সামনে মারামারি, সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১০:৩৮ PM
আপডেট: ৩০ মার্চ ২০২২, ১০:৩৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর তিতুমীর কলেজের সামনে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৯টার পর এ ঘটনা ঘটে।  জানা গেছে, এনা পরিবহনের একটি বাসের স্টাফদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে স্টাফদের মারামারি হয়। এরপর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এনা পরিবহনের একাধিক বাস আড়াআড়ি রেখে রাস্তা অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে আমরা জানতে পারি তিতুমীর কলেজের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের সঙ্গে এনা পরিবহনের স্টাফদের মারামারি হওয়ার জেরে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। 

ঘটনাস্থলে আমরা পুলিশের একটি টিম পাঠাই। আমাদের অনুরোধে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন। যান চলাচল শুরু হয়েছে।  

Bootstrap Image Preview