জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করিয়ে চেতনাহীন অবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ধান ব্যবসায়ী ও তার কর্মচারীর বিরুদ্ধে। গৃহবধূর স্বামী গত মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি থানায় মামলা করার পর রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- পাঁচবিবি উপজেলার সুবারুল ইসলাম ও একই এলাকার রুবেল হোসেন।
এজাহারে বলা হয়েছে, রোববার দুপুরে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে যান। এই সুযোগে পূর্বপরিচিত ধান ব্যবসায়ী সুবারুল ওই বাড়িতে গিয়ে গৃহবধূর সঙ্গে গল্প শুরু করে। একপর্যায়ে তীব্র গরমে ঠান্ডা কিছু খাওয়ার কথা বলে কর্মচারী রুবেলকে দিয়ে আগে থেকেই ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় ওই বাড়িতে নিয়ে যায়। ওই কোমল পানীয় পান করার পর গৃহবধূ চেতনা হারান। পরে তাকে ধর্ষণ করে দুই আসামি।
এজাহারে আরও বলা হয়, চিকিৎসা শেষে বাড়ি ফিরে গৃহবধূর স্বামী ও পরিবারের সদস্যরা ধর্ষণের ঘটনা জানতে পারেন। পরে তারা গৃহবধূকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার সন্ধ্যায় সুবারুল ও রুবেলের নামে মামলা করেন গৃহবধূর স্বামী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।