Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শামির প্রেমে মজেছেন পর্নো তারকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৮:৩২ AM
আপডেট: ৩১ মার্চ ২০২২, ০৮:৩২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পর্নোগ্রাফিতে কাজ করার পাশাপাশি নিয়মিত খেলার খোঁজখবর রাখেন কেন্ড্রা লাস্ট। যুক্তরাষ্ট্রের এই পর্নো তারকা কখনো কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজের সুস্থতা কামনা করে পোস্ট দেন, কখনো কুস্তিগির মাইক পেরিকে আর্থিক সহায়তার প্রস্তাব দেন। এবার ক্রিকেটার মোহাম্মদ শামির বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের হয়ে খেলছেন শামি। পরশু রাতে ৩১ বছর বয়সী ফাস্ট বোলারের তোপে আরেক দল নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিতেছে গুজরাট। 

২৫ রানে ৩ উইকেট পাওয়া শামি ম্যাচসেরাও হয়েছেন। নতুন বলে তাঁর সামনে কুইন্টন ডি কক-লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা খাবি খেয়েছেন। ধারাভাষ্যকারদের কণ্ঠে তখনই শামির বোলিংয়ের মুগ্ধতা ছড়িয়েছে। 

পরে কেন্ড্রা লাস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে শামিকে নিয়ে পোস্ট করেছেন। নিজেকে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক দাবি করা কেন্ড্রা লিখেছেন, ‘পরম বিস্ময়কর পারফরম্যান্স মোহাম্মদ শামি।’ লেখাটির শেষে ভালোবাসা ও করতালির ইমোজিও দিয়েছেন ৪৩ বছর বয়সী মার্কিনি।  

ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত আউট সুইংয়ে লক্ষ্ণৌ অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ রাহুলকে ফেরান শামি। দ্বিতীয় ওভারে করেন স্বপ্নের এক ডেলিভারি। ডি ককের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল ঢুকে মিডল স্টাম্পে আছড়ে পড়ে। ঠিক ৬ বল পরেই ইন সুইংয়ে বোল্ড করেন মনিশ পান্ডেকে। অফ স্টাম্পের একটু বাইরে বল পড়ে ভেতরে ঢোকে। তাতেই পরাস্ত হন মনিশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজার এক কথা ফাঁস করেন শামি। জানান, যখন তিন ওভারে তিন উইকেট নিয়েছিলেন, তখন তাঁর বোলিং কোটা শেষ করতে চেয়েছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শামি তখন বলেছিলেন, ‘হার্দিক আমার থেকে জানতে চেয়েছিল, আমি টানা ওভার বোলিং করব কি না। ওকে বলেছিলাম, শান্ত হও। আপাতত তিন ওভারই যথেষ্ট। এটা অনেক বড় ম্যাচ।’

Bootstrap Image Preview