Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুর্বৃত্তদের হাতে নায়িকা শাহনূরের খালাতো ভাই খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ১২:৪১ AM
আপডেট: ০১ এপ্রিল ২০২২, ১২:৪১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাহনূরের খালাতো ভাইকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ আলিফ রোহান।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে খুলনায় নিহত হন তিনি। নায়িকা শাহনূর ফেসবুকে পোস্ট করে খালাতো ভাই নিহতের খবরটি নিশ্চিত করেছেন।

ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে নায়িকা শাহনূর লেখেন, ‘সৈয়দ আলিফ রোহান, আমার খালাতো ভাই। আজ দুপুরে কে বা কারা তাকে কলেজ থেকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা তার হত্যার সঠিক বিচার চাই। খুলনা ফুলতলার এমএম কলেজের অনার্সের ছাত্র আলিফ। আমার খালার একটা ছেলে, একটা মেয়ে। অনেক আদরের ভাই আমার।’

পরে আরেক পোস্টে ভাই হত্যার বিচার চেয়ে এই নায়িকা লেখেন, ‘আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ রইলো, আসল খুনীদেরকে খুঁজে বের করুন এবং আপনারা সঠিক বিচার করুন।’

Bootstrap Image Preview