Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দিলেন প্রধান শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১০:৪০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০২২, ১০:৪০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রাইভেট না পড়ায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার (০৩ এপ্রিল) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে উপজেলা প্রশাসন।

লিখিত অভিযোগে আহত ছাত্রীর বাবা উল্লেখ করেন, তার মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। শনিবার (০২ এপ্রিল) দুপুরে টিফিনের পর সে বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। এ সময় প্রধান শিক্ষক মো. আলী হাসান তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারধর করেন।

জানা যায়, প্রাইভেট না পড়ায় আগে থেকেই ওই ছাত্রীর ওপর আক্রোশ ছিল শিক্ষক আলী হাসানের। একপর্যায়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন তিনি। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক ওই ছাত্রীর হাত এক্স-রে করার পর বাম হাতের কব্জির ওপরের হাড় ভেঙে গেছে বলে জানান।  

অভিযোগ অস্বীকার করে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান বলেন, গত শনিবার টিফিনের পর ওই স্কুলছাত্রী মোবাইল ফোনে কথা বলছে- এমন অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে এনে মোবাইল ফোন জব্দ করি। পরে সে ফেরার পথে আমাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলে। বিষয়টি অন্য ছাত্রীদের মুখে শুনে তাকে অফিসে ডেকে শাসন করেছি। তবে তার হাত ভাঙার মতো কিছু ঘটেনি।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, ওই স্কুলছাত্রীর বাবা একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview